দ্বিতীয় দফা বন্যায় মাদারীপুরের কলা ও পেয়ারা চাষীদের আট কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৬:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দ্বিতীয় দফা বন্যায় মাদারীপুরের কলা ও পেয়ারা চাষীদের আট কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় জেলার চর ও নিম্নাঞ্চলের বেশিরভাগ কলা বাগান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে কোটি টাকার থাই পেয়ারা। সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়াতে পারবে না ঋণগ্রস্থ চাষীরা। কৃষি বিভাগ বলছে, চাষিদের প্রনোদনার ব্যবস্থা করা হবে।
মাদারীপুর সদর, শিবচর, ও কালকিনি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের চাষিরা ব্যাপকভাবে কলা চাষ করেছিল। প্রতিটি বাগানে কলার মোচা ও কলার কাদিতে ভরে উঠেছিল। আর কয়েকদিন পরেই কলা বিক্রি করতেন চাষিরা। কিন্তু দু’দফার বন্যায় চাষিদের স্বপ্ন মাটির সাথে মিশে গেছে।বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় কলা গাছের গোড়া পঁচে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে চাষীরা।
এদিকে, বন্যায় মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার চাষীদের উচ্চ ফলনশীল পেয়ারা পঁচে গেছে। বন্যার পানিতে পেয়ারা বাগান তলিয়ে যাওয়ায় চাষীদের স্বপ্ন মাটিতে পঁচে দুর্গন্ধে ভরে গেছে। কেউ ক্ষয়ক্ষতি দেখতেও আসেনি বলে ক্ষোভ জানায়, পেয়ারা চাষীরা।
কৃষি বিভাগ জানায়, জেলায় এক হাজার হেক্টরের বেশি জমিতে ফল আবাদ করা হয়েছিল। এর মধ্যে কলা ছিল দু’শ ৬০ হেক্টর জমিতে। দু’দফা বন্যায় ১৩০ হেক্টর কলা বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে। ৪২৫ হেক্টরের মধ্যে ৪২ হেক্টর জমির পেয়ারা বাগান নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা।
বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীরা সরকারি প্রনোদনা পেলে ফল চাষে আবারও আগ্রহী হয়ে উঠবে বলে আসা করে সংশ্লিষ্টরা।