জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনো উন্মোচন করা যায়নি: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০১:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য এখোনো উন্মোচন করা যায়নি, জানিয়ে আওয়ামীলীগ সাধারণ সম্পাদাক ওবায়দুল কাদের বলেছেন, ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৫ আগস্ট এবং ৩রা নভেম্বরের জেলে এই হত্যাকান্ড ঘটনো হয়েছে। সকালে জেলহত্যা দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিএনপি। তাই তাদের মুখে সততার বুলি শোভা পায় না।
জেল হত্যা দিবসে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জাতীয় নেতাদের শ্রদ্ধায় স্মরণ করে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে দলের পক্ষ থেকে বঙ্গবুন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ সাধারণ ওবায়দুল কাদের। এরপরে সেখানে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সর্বস্তরের মানুষ।
এসময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে।শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারাগারের ভেতরেই এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিলো ষড়যন্ত্র, যা একই সূত্রে গাঁথা।
এরপর বনানী কবরস্থানে আওয়ামী লীগের এই তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক। দলের পক্ষ থেকে সেই নির্মম হত্যাকাণ্ডের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। এরপর যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিএনপি। তাই তাদের মুখে সততার বুলি শোভা পায় না। যথাযথ মর্যাদা ও বেদনার সঙ্গে সশ্রদ্ধচিত্তে শোকাবহ এই দিবসকে স্মরণ ও পালন করছে আওয়ামী লীগ ।