যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন

- আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের নজর এখন এই নির্বাচনের দিকে। বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ ভোট দিতে কেন্দ্রে যাবেন আমেরিকাবাসী। দেশটির ১৫ কোটি ভোটারের মধ্যে এরই মধ্যে আগাম ভোট পড়েছে সাড়ে ৯ কোটির বেশি।
নির্বাচনি মাঠে রিপাবলিকান দল থেকে রয়েছেন গত মেয়াদের জুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর ডেমোক্রেটরা প্রেসিডেন্ট পদে বেছে নিয়েছেন জো বাইডেনকে। আর বাইডেনের রানিং মেট হিসেবে রয়েছেন কমলা হ্যারিস। এখন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। এবারের নির্বাচনে প্রধান ইস্যু হিসেবে ধরা হচ্ছে করোনা মহামারি। করোনা মোকাবেলায় ট্রাম্প ব্যর্থ- বিরোধী শিবির থেকে তার বিরুদ্ধে এই অভিযোগ জোরালো। আর স্বাস্থ্যবিধির মানাতে জোর দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী বাইডেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভেতর এবার প্রেসিডেন্ট নির্বাচনী উন্মাদনা তেমন নেই। করোনার কারণে সমর্থকদের প্রকাশ্য অংশগ্রহণ আর শোভাযাত্রা না থাকায় শিথিল ছিলো নির্বাচনী প্রচারণা।