ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে বাইডেন
- আপডেট সময় : ০৭:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে আভাস দেয়া হয়েছে। বেশ কয়েকটি জরিপ বলছে– এবার জো বাইডেনই প্রেসিডেন্ট হতে চলেছেন। এনবিসি নিউজ ওয়ালস্ট্রিট জার্নালের জরিপ বলছে– ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। ভোটের মাত্র একদিন আগে- রোববার এ জরিপ প্রকাশ করে এনবিসি ও ওয়ালস্ট্রিট জার্নাল।
মার্কিন নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের ২৯ থেকে ৩১ পর্যন্ত জরিপ চালায় এনবিসি নিউজ এবং ওয়ালস্ট্রিট জার্নাল। এতে উঠে আসে, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন। জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ ভোটার কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপকে ভুল আখ্যায়িত করেন।
কৃষ্ণাঙ্গ, তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ এবং স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে বাইডেন এগিয়ে রয়েছেন ট্রাম্পের চেয়ে। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ৮৭ শতাংশ বাইডেনকে সমর্থন করলেও মাত্র ৫ শতাংশের সমর্থন পেয়েছেন ট্রাম্প।
ভেদাভেদ দেখা গেছে তরুণ ভোটার ও সিনিয়র ভোটারদের মধ্যেও। তরুণদের ৬০ শতাংশ বাইডেনকে পছন্দ করছেন বলে জরিপে এসেছে। মার্কিন সিনিয়র নাগরিকদের ৫৮ জনই বাইডেনের পক্ষে। এই হার ট্রাম্পের বেলায় অর্ধেকে নেমে এসেছে। ৩২ শতাংশ তরুণের পছন্দের তালিকায় তিনি। অন্যদিকে সিনিয়রদের ৩৫ শতাংশ চান ক্ষমতায় ট্রাম্প আসুক।
নির্বাচনপূর্ব এই চূড়ান্ত জরিপে আরও দেখা যায়, ব্যাটলগ্রাউন্ডখ্যাত ১২টি স্যুইং স্টেটে ট্রাম্পের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাইডেন। বাইডেন ৬ পয়েন্ট এগিয়ে ট্রাম্পের চেয়ে। এসব রাজ্যের ৫১ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান
নারী ভোটারদের ৫৭ শতাংশ বাইডেনকে এবং ৩৭ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের ৫৬ শতাংশ বাইডেনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫১ শতাংশ বাইডেনকে এবং ৩৬ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেন।
তবে, ডোনাল্ড ট্রাম্প কেবল এগিয়ে রয়েছেন শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ট্রাম্পকে এবং ৪১ শতাংশ বাইডেনকে সমর্থন করেন।