ই-কমার্সের নামে প্রতারণার দায়ে ৬ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান খুলে ই-কমার্সের নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারণার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সিআইডির সাইবার ইউনিট একজনকে গ্রেফতার করেছে । মালিবাগ সিআইডি ও ডিএমপি মিডিয়া সেন্টারে আলাদা সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।।
৩১ আক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে–সিআইডি অফিসের চার তলা থেকে, জগ্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার-শীর্ষক ভূয়া পোষ্ট দেয় নিরঞ্জন বড়াল নামে ফেসবুক আইডি থেকে।মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপ্রীতিকর পরিবেশ তৈরী ও প্রাশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া স্ট্রাটাসের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারী বাড়ায় সিআইডির সাইবার পুলিশ।গুজব প্রচারকারীকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানাতে দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
এদিকে লাইসেন্সবিহীন ই-কমার্স ব্যবসার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের বিস্তারিত তথ্য জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-ডিবির সাইবার স্পেশান ইউনিট।
এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে প্রতিষ্ঠানটি অনলাইনভিত্তিক মাল্টিলেভেল মার্কেটিং পরিচালনা করে, গ্রাহকদের অধিক কমিশনের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতারের তথ্য জানান তিনি।
প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা।