ছাত্রী গণধর্ষণের মামলায় গ্রেফতার পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রংপুরে ছাত্রী গণধর্ষণের মামলায় গ্রেফতার পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলার অপর দুই আসামীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর। করেছে আদালত।
দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্ত্তী শুনানি শেষে এ আদেশ দেন। সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া এবং সুরভি আক্তার সমাপ্তির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গেলো বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত রায়হানুলের সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। মামলায় গ্রেফতার অপর দুই আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ ইতিমধ্যে দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছেন। গত ২৫শে অক্টোবর রংপুর নগরীর বাহার কাছনার একটি বাসায় দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক স্কুলছাত্রী। পরদিন ওই ছাত্রীর বাবা হারাগাছ থানায় এএসআই রাহেনুলসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন। এরপরই গ্রেফতার হন পাঁচজন।