ইরান যে পরিকল্পনা পেশ করেছে তা যথাযথভাবে পর্যালোচনা করে দেখছে রাশিয়া

- আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সংকট সমাধানে ইরান যে পরিকল্পনা পেশ করেছে তা যথাযথভাবে পর্যালোচনা করে দেখছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি নাগরনো-কারাবাখ অঞ্চলে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে সম্প্রতি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা নিয়ে আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া ও তুরস্ক সফর করেন। সফর শেষে তিনি তেহরানে ফিরে বলেছেন, নাগরনো-কারাবাখ সংকট নিরসনে ইরান মধ্যস্থতার যে পরিকল্পনা দিয়েছে তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান হতে পারে। তিনি আরো বলেছেন, ইরানের পরিকল্পনার মধ্যে রয়েছে, পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক সীমান্ত অক্ষুণ্ন রাখা, দখলদারিত্বের অবসান, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা এবং বাস্তুহারা লোকদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া।