গণতন্ত্রকে সমুন্নত রাখতে নিপীড়ন-নির্যাতন সহ্য করেও নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে সমুন্নত রাখতে নিপীড়ন-নির্যাতন সহ্য করেও নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এ মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুপুরে সিরাজগঞ্জের নলকায় জিকেএস মিলনায়তনে নির্বাচনী পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির এই নেতা আরো বলেন, আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন। এ নির্বাচনের অবস্থাও যদি আগের মতোই হয়, তাহলে পরবর্তী নির্বাচনে বিএনপি যাবে কিনা, তা নতুন করে ভাবা হবে।