ডাক বিভাগে দুর্নীতি-অনিয়মের অভিযোগে পরিদর্শক রাবেয়াকে দুদক’র জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ডাক বিভাগের বিভিন্ন দুর্নীতি-অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিদর্শক রাবেয়া খাতুন ও সহকারী পরিদর্শক চান মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
সকালে দুদক কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সারাদেশের পোস্টঅফিসে সাড়ে ৮ হাজার ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবরাহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবরাহ না করেই বিল-ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ডাক বিভাগের মূল ভবন নির্মাণে ২০ কোটি টাকা হাতিয়ে নেয়াসহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর আগে গত ১ সেপ্টেম্বর ডাক বিভাগের মুল ভবন নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালক এইচ এম গিয়াসউদ্দিন এবং ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রধান অভিযুক্ত সুধাংশ শেখর ভদ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি এবং ভারতে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার এসব দুর্নীতির অংশীদার ছিলেন তৃতীয় শ্রেণীর কর্মচারি রাবেয়া খাতুন ও চান মিয়া।