জয়ের কাছাকাছি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন
- আপডেট সময় : ০২:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নির্বাচনে জয়ের কাছাকাছি পৌছে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ৬ ইলেকটোরাল ভোটে নেভাদায় জিতলেই প্রেসিডেন্ট হবেন বাইডেন। নেভাদায় দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বদৃষ্টি তাই এখন মার্কিন মুলুকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। নেভাদায় ৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ের পথে এগিয়ে থেকে কথা বলছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। এরই মধ্যে ‘জয়ের’ প্রস্তুতি নিতে শুরু করেছেন। ট্রানজিশন ওয়েবসাইট চালু করা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘বিল্ড ব্যাক বেটার’। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান ও উইসকনসিনে বিজয়ের পরে ডেমোক্র্যাট দলীয় এই প্রার্থী হোয়াইট হাউসের পথে অনেকটা এগিয়ে আছেন। জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে বাইডেন বলেন, জয়ের ঘোষণা এ মুহূর্তে না দিলেও তার দল বিজয়ী হবে।
নির্বাচন নিয়ে আগে থেকেই নানা হুমকি দিয়ে আসছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধে মামলা করার কথা জানিয়েছে রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবির। এক বিবৃতিতে এই মামলার কথা জানানো হয়।
তবে, সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা মর্গান অ্যাডামস জানিয়েছেন, এ ধরনের কোনো মামলার নথিপত্র আদালত পায়নি। তথ্যে জানা যায়, মিশিগানের আইন অনুযায়ী ভোট গণনার নির্ধারিত জায়গায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কাউকে সেভাবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি। সে কারণে তাদের পক্ষে ব্যালট পেপার খোলা ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ সম্ভব হয়নি।
নেভাদায় দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে যিনি জিতবেন ৬ ভোট তার সঙ্গে যোগ হবে। বাইডেন ৫০ ইলেকটোরাল কলেজ ভোটে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। এ পর্যন্ত গণনাকৃত ভোটের ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। আর ট্রাম্প এখন পযর্ন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। নেভাদায় ৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।