মিশিগানে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ

- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মিশিগানে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন মিশিগানে জয়ী হয়েছেন। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাসে তেমনটাই বলা হচ্ছে। আগের নির্বাচনে এই রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের ঘাটি হিসেবে পরিচিত মিশিগানে পরাজয়ের ইঙ্গিত মানতে পারছিলেন না ট্রাম্প। এ কারণে ভোট গণনা বন্ধে মামলা করেন। মিশিগানের আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস বলেছেন, এই মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি। এ সংক্রান্ত লিখিত আদেশ মার্কিন সময় আজ দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে, নির্বাচনে আবারো প্রতারণার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলেও তিনিই নির্বাচিত হতেন। তিনি বলেন, বৈধ ভোট গননা করা হয় তাহলে তার দল খুব সহজেই জিতবো। আর যদি অবৈধ ভোট গননা হয় তাহলে তাদের বিজয় চুরি হয়ে যেতে পারে। ট্রাম্প বলেন, আমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরেও অনেক ক্রিটিক্যাল স্টেটে আমি জিতেছি। এরমধ্যে ফ্লোরিডার মতো স্টেটে বিপুল ব্যবধানে জিতেছি। প্রতারণার অভিযোগ তুললেও কী ধরনের প্রতারণা করা হয়েছে কিংবা কীভাবে প্রতারণা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।