ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক-অটোরিক্সা -মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক-অটোরিক্সা -মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে সৈয়দাবাদে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গ্যাস চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে নারী-শিশুসহ ৩ জন মারা যায়। গুরুতর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।