দেশের অনাবাদী প্রতি ইঞ্চি জমি কৃষির আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশের অনাবাদী প্রতি ইঞ্চি জমি কৃষির আওতায় আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উৎপাদিত পণ্য সঠিক নিয়মে বাজারজাত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমবায় সদস্যদের জনকল্যাণে কাজ করারও আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, বহুমুখী সমবায়ের মাধ্যমেই দেশ থেকে দারিদ্র দূর করা সম্ভব।
দেশে বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৪ টি। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ১০ লাখ মানুষের। আর জিডিপিতে এর অবদান শতকরা ১ দশমিক আট নয় ভাগ। এ বছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
৪৯তম জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে ‘সাফল্যের স্বপ্নগাঁথা” শিরোনামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
কৃষি, দুগ্ধ, মৎস্যসহ ১০টি শাখায় দশটি সমবায় সমিতিকে এবার জাতীয় সমবায় পুরস্কার দেয়া হয়। স্বাধীনতা পরবর্তী দেশ পূনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের প্রতি গুরুত্ব দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তৃণমূলের উন্নয়নে বিশ্বাস করে।
শুধু পন্য উৎপাদন নয় , দেশ-বিদেশে নিত্যনতুন বাজার সৃষ্টি করতে হবে মন্তব্য করে সরকার প্রধান বলেন, দেশ ও জনগনের উন্নয়ন নিশ্চিত করতে কৃষিজ উৎপাদন বাড়াতে হবে। ঋণ নিয়ে কিস্তি পরিশোধে কেউ যেন দেশান্তরিত না হয়, সেজন্য ক্ষুদ্র সঞ্চয়ে জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার গ্রামেই শহরের সব সুবিধা পৌঁছে দিচ্ছে। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার আন্তরিক উল্লেখ করে সমবায় ব্যবস্থাকে টেকসই করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।