আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে জনতার মুখোমুখি হাজির এক জনপ্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আসন্ন সাভার পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সফলতা-ব্যর্থতার দায়ভার নিয়ে জনতার মুখোমুখি হাজির হয়ে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বিশেষ শ্রেনীর সাভার পৌরসভার এক জনপ্রতিনিধি।
দুপুরে ভাগলপুর এলাকায় সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আঃ সাত্তার নিজ নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সামনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। এলাকার সাধরণ মানুষও তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একাত্মতা প্রকাশ করে। ব্যর্থতা ও দূর্ণীতির দায় প্রমান করতে পারলে পদত্যাগের ঘোষনা দিয়ে নির্বাচনী এলাকায় নিজের করা বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আসছে পৌরসভা নির্বাচনে পূণরায় এলাকাবাসীর সহায়তা চান এ জনপ্রতিনিধি। এসময় তিনি আগামীতে দায়িত্ব পেলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।