বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষনা
- আপডেট সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, বিজিবিকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ, জাতি ও বাহিনীর ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমআই-৭১ই দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২২৫ বছর ধরে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ বাহিনী পেলো দুটি হেলিকপ্টার। দেশের সীমান্তপথে মাদকের অনুপ্রবেশ বন্ধে টহলে ব্যবহৃত হবে হেলিকপ্টার দুটি ।
সদরদপ্তরের বীর আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আবদুর রউফ নামে এমআই-৭১ই দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দিক নির্দেশনামূলক বক্তব্যে বিডিআর বিদ্রোহের ঘটনাকে অনাকাঙ্খিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষনা করে, এ বাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
৭৫ পরবর্তী কোন সরকারই সীমান্তরক্ষা ও সুনির্দিষ্ট সীমানা চিহ্নিত করা বিষয়ে কাজ করেনি বলেও উল্লেখ করেন সরকার প্রধান।দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনে বিজিবির প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।