বানিজ্যিক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
অক্টোবরের শেষ সপ্তাহে বানিজ্যিক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এখান থেকে আরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রীডে সরবরাহ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিপিসিএল কর্তৃপক্ষ। ২০১৬ সালের ১৪ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছরের ২৬ আগস্ট প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরুর ১০ দিনের মধ্যেই গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখ চুক্তি অনুযায়ী পূর্ন ৬৬০ মেগাওয়াট বিদুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু করে পায়রা তাপ বিদুৎ কর্তৃপক্ষ। অক্টোবরের প্রথম সপ্তাহে পিডিবির সাথে ক্যাপাসিটি টেস্টের সফলতার মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করতে প্রস্তুত কর্তৃপক্ষ। এখন পিডিবি কর্তৃক বানিজ্যিক উৎপাদানের তারিখ ঘোষনার মাধ্যমে জাতীয় গ্রীডে পুরোপুরি ১৩২০ মেগাওয়াট বিদুৎ সরবরাহ করা হবে বলে প্রত্যাশা বিসিপিসিএল এর।
দ্বিতীয় ইউনিটের প্রায় সকল ধরনের টেষ্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। একটি মাত্র টেষ্ট বাকী রয়েছে। সেটি সম্পন্ন করেই এ মাসের শেষের দিকে দ্বিতীয় ইউনিটের বানিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানালেন প্রকল্প পরিচালক।
বিদ্যুৎ বিভাগের অধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চায়না সিএমসির ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিদ্যুৎ প্রকল্পে টিতে বাংলাদেশ এবং চীনের সমান অংশীদারিত্ব রয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চীনের এক্সিম ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয়েছে।