স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই হচ্ছে বিএনপির গণতন্ত্র : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই হচ্ছে বিএনপির গণতন্ত্র। সকালে ৭ নভেম্বর উপলক্ষে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের অশালীন বক্তব্যের প্রতিবাদে গণমাধ্যমে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা ও গনতন্ত্র হত্যা দিবস বলেও আখ্যায়িত করেন ওবায়দুল কাদের। এছাড়া বিএনপির বহুদলীয় গণতন্ত্রকে রাতের বেলায় কারফিউ গণতন্ত্র ছিলো বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
রোববার সকালে সরকারি বাসভবনে ৭ নভেম্বর উপলক্ষে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিভিন্ন মিথ্যাচার ও অশালীন বক্তব্যের প্রতিবাদে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বিপ্লব ও সংহতির মাধ্যমে ৭ নভেম্বর দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল দেশ, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের কড়া জবাব দেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে ৭৫-এর ১৫ আগষ্টের হত্যাকান্ড ঘটিয়েছিলো তারা।
এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোন হামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।