করোনার দ্বিতীয় ধাপকে সামনে রেখে কুমিল্লার মানুষ নির্বিকার
- আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
সংক্রমণের শুরুতে জনসচেতনতা বাড়লেও, করোনার দ্বিতীয় ধাপকে সামনে রেখে কুমিল্লার মানুষ নির্বিকার। সংক্রমন প্রতিরোধে শপিংমল, বাজার, বাস স্টেশন, সরকারি অফিসসহ প্রতিটি খোলা জায়গায় মাস্ক ব্যবহার নিশ্চিতে কাজ করছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সরকারি অফিসসহ বিভিন্ন জায়গায় ঝুলছে ‘নো মাস্ক-নো এন্ট্রি, নো মাস্ক-নো সার্ভিস লেখা ব্যানার ও ফেস্টুন।
কুমিল্লায় দ্বিতীয় ধাপ প্রতিরোধে কাজ করছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। প্রতিটি উপজেলায় দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান, সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
স্বাস্থ্যবিধি না মানলে বাস স্টেশন, শপিং মলসহ সব খোলা জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান, জেলা প্রশাসক। জেলার ১৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটকে প্রস্তত রাখার কথা জানান জেলা সিভিল। ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।