এক বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিরলেন সাকিব আল হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
এক বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিটনেস টেস্টের দিন নির্ধারিত হলেও, আজ তাতে অংশ নেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
দীর্ঘ ভ্রমন ক্লান্তি আর নিজেকে যাচাই করার জন্য দুদিন পিছিয়েছেন ফিটনেস পরীক্ষা। তবে দীর্ঘক্ষণ জিম করেছেন একাডেমিতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন বুধবার সাকিবসহ বেশ কিছু ক্রিকেটারের নেয়া হবে ফিটনেস টেস্ট। এদিকে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপকে সামনে রেখে আজ ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিয়েছেন।