আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ ফখরুলের
- আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা দখল করে গণতন্ত্র ও নির্বাচন কমিশন ধ্বংসের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন কমিশনের ভূমিকা কেমন হওয়া উচিত, তা আমেরিকার নির্বাচন থেকে সরকারের শিক্ষা নেয়া উচিত। এসময় ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি নেতাকর্মী ও এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে সরকারী দলের হামলার অভিযোগ করেন চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম-সাময়িক বিষয় ও উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এসময় ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা ও হামলার অভিযোগ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন গণতন্ত্রের পাশাপাশি সরকার নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করেছে।
সরকারকে আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।
নতুন কমিশন গঠনের দাবি জানিয়ে গণতন্ত্র উদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।