আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- আপডেট সময় : ০১:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠার পর থেকেই দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে যুব সংগঠনটি। নানা কর্মসূচিতে রাজধানীসহ দেশজুড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সংগঠনের নেতাকর্মীরা।
চার যুগ ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে দেশের বৃহৎ যুব সংগঠনে পরিণত হয় যুবলীগ। তবে গত কয়েক বছরে ক্যাসিনো কেলেঙ্কারি, চাঁদা, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য ও অনুপ্রবেশসহ নানা অপকর্মে ভাবমূর্তি সংকটে পড়েছিল সংগঠনটি। এদিকে, সংগঠনটির সাতচল্লিশ বছরে কংগ্রেস হয়েছে মাত্র সাতটি। গত বছরের ২৩শে নভেম্বর সপ্তম কংগ্রেসে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এদিকে ক্যাসিনোকাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও প্রায় এক বছরেও যুবলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়নি।