ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরেও চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরেও চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে এ নিয়ে ৫ম বারের মত শিরোপা জিতলো দলটা।
গেলো রাতে ছিলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমকালো টুর্নামেন্টের ফাইনাল। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথমবার ফাইনাল ওঠা দিল্লি ক্যাপিটালস। শেয়াস আয়ারের ৬৫ ও রিশাব পান্তের ৫৬ রানে ভর করে ৭ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ গড়ে দিল্লি। মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি ও কোল্টার নাইল ২টি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মার ৬৮ রানে এক ওভার ২ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মুম্বাই। ফলে রেকর্ড পঞ্চমবারের মত আইপিএলের শিরোপার মালিক হলো দলটি।