চড়া দামে সার কিনতে পারছে না রাজশাহীর কৃষকরা
- আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চড়া দামে সার কিনতে পারছে না রাজশাহীর কৃষকরা। তাই সার না পেয়ে, এবার আলু চাষ কমিয়ে দেয়ার কথা ভাবছে তারা । ভরা মওসুমে এমন সংকটে পড়েছে প্রান্তিক চাষীরা। অথচ, মজুদে কোনো ঘাটতি নেই। তবে, বাজার মনিটরিংয়ে এরই মধ্যে সব উপজেলা কৃষি কর্মকর্তাকে জরুরি চিঠি দেয়া হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার মধুসুদনপুরের কৃষক রানা। প্রতি বছরই শাক-সবজির পাশাপাশি আলু চাষ করেন। কিন্তু, এবার বাজারে টিএসপিসহ প্রায় সব ধরনের সারের দাম চড়া থাকায়, আলু চাষ কমানোর কথা ভাবছেন। সরকার না বাড়ালেও, নানা অজুহাতে ডিলাররা বাড়তি দাম নিচ্ছে বলে জানান তিনি।
বাজারে দাম না থাকায় ধানের তুলনায় আলুসহ সবজি চাষেই লাভ বেশি। কিন্তু, সারের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে প্রান্তিক চাষীরা। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা জানান, হঠাৎ করেই এবার সরকারি বরাদ্দ অর্ধেকে নেমেছে। তবে, মজুদের কমতি নেই। বিসিআইসি’র কোনো ডিলার বাড়তি নিচ্ছেনা বলেও দাবি তাদের।
এদিকে, সারের বাজার স্থিতিশীল রাখতে সাত দফা নির্দেশনা দিয়ে উপজেলাগুলোতে জরুরি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে, কৃষি বিভাগ। জেলায় প্রায় দু’লাখ সাড়ে ৬২ হাজার বিঘা জমিতে আলু চাষের লক্ষ্য ঠিক করা হয়েছে। কিন্তু, কেবল আলুচাষেই ঘাটতি রয়েছে ৯৪ হাজার ১৪০ বস্তা টিএসপি’র।