ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
‘বাড়ছে সেবার মান, গ্রাম হবে শহর’ প্রতিপাদ্যে ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কেটে ১০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশের ১০টি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ সরকারের উর্দ্ধোতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উদ্যোক্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।