আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় তিনজন নিহত
- আপডেট সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, গাজীপুর ও বেনাপোলে তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে আজমল নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় আরো চারজন। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বালিপাড়া সড়কের শিমুলতলীতে ওভারটেকিংয়ের সময় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরের আমতলী এলাকায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষে কালিয়াকৈর বঙ্গবন্ধু সরকারি কলেজের অফিস সহকারী রুহুল আমিন নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বহেড়াতলী থেকে সকালে সিএনজিতে করে কলেজে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
সামিয়া ইসলাম শেফা নামে এক স্কুল শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছে। সকালে যশোরের শার্শা উপজেলা কুছেমোরা এলাকায় শেফাকে বহনকারী ভ্যান পৌছুলে দ্রুতগামী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।