কুমিল্লার মেঘনায় জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত
- আপডেট সময় : ০৬:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লার মেঘনায় জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধে গোলাম মহিউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে, নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় গেলো রাতে বাড়িভাড়া বকেয়ার জেরে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বাড়ির মালিকেরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের লুৎফুর রহমানের সাথে তার চাচাতো ভাই মহিউদ্দিনের মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গেলো বৃহস্পতিবার জায়গা পরিমাপের সময় লুৎফর রহমানের সাথে মহিউদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলায় মহিউদ্দিন এবং তার স্বজনরা আহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম জানান, হামলায় মহিউদ্দিন নিহত হন। এ ঘটনায় দুই মহিলাসহ তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, বাড়িভাড়ার টাকাকে কেন্দ্র করে বাড়িওয়ালা মেহেদিকে মারধর করে। এতে গুরুতর আহত মেহেদীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে বাড়ির মালিকসহ জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশে অভিযান চলছে।
এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেহেদীর রং না শুকাতেই সুমি খাতুন নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ের ৮ দিন পার না হতেই বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি খাতুন। মেয়েটির অন্য কারোর সাথে প্রেমের সম্পর্ক থাকায় আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা শ্বশুর বাড়ির লোকজন।