বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাল ভোরে মাঠে নামবে ব্রাজিল
- আপডেট সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাল ভোরে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সেলেসাওদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এর আগে, ভোর পাঁচটায় পেরুর মুখোমুখি হবে চিলি। আর রাত আড়াইটায় কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ৫ গোলে। আর অ্যাওয়ে ম্যাচে পেরুর বিপক্ষে জিতেছে ৪-২ গোলে। দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলেও, পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এক ম্যাচ বেশি খেলা আর্জেন্টিনা। ফুল ফিট নন, তারপরও নেইমারকে দলে রেখেছেন ব্রাজিল কোচ তিতে। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে কৌতিনহো আর করোনায় আক্রান্ত হওয়ায় অ্যালেক্স টেলেস ও ক্যাসেমির থাকবেন না এ ম্যাচে। কনমেবল অঞ্চলের আরেক ম্যাচে কলম্বিয়ার মাঠে খেলতে যাবে লুইস সুয়ারেজের উরুগুয়ে। ২০২২ ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ারে তারাও খেলেছে দুই ম্যাচ। এক জয় এক হারে টেবিলের ৬ নম্বরে আছে উরুগুয়ে। আর কলম্বিয়ার অবস্থান ৫ নম্বরে।