বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
- আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’।
ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রধান লক্ষ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ, প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা, চিকিৎসক-রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, হ্রাসকৃত মূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা।
………
এদিকে, চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস রোগ নয়, কিন্তু সকল রোগের বিস্তার ঘটাতে ভুমিকা রাখে। অথচ, নিজের প্রতি একটু যত্নশীল হলে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য শৃঙ্খলা মেনে চলতে হবে।