লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেচে ব্রাজিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেচে ব্রাজিল। এবার ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এছাড়া আলাদা ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে ও চিলি।
কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুয়ে আর পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় চিলিয়ানদের। ইনজুরির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে নামতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তার পরও ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল ছিল সেলেসাওদের। তবে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গোলের জন্য অপেক্ষা ৬৭ মিনিটে পর্যন্ত। ব্রাজিলকে লিড এনে দেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। তাতেই জয় নিশ্চিত হয় সেলেসাওদের। জয় পাওয়ায় আবারো পয়েন্ট টেবলিরে শীর্ষে উঠেছে ব্রাজিল। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।