ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমান সরকার পুরো গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। বর্তমান নির্বাচন কমিশনকে অর্থব একটি প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। আগামীকাল সব জেলা সদরে দলটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।