ঝিনাইদহে এসএ গ্রুপ অব কোম্পানিজ এর পরিচালক নূর নাহার বেগমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
এসএ টিভির চেয়ারম্যান ও এস এ গ্রুপ অব কোম্পানিজ এর পরিচালক মরহুমা নূর নাহার বেগমের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ জোহর ঝিনাইদহ পৌর এলাকার গিলাবাড়িয়া এতিম খানা মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করে এসএ টিভি পরিবার। এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খানি ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে এতিমখানার হাফেজ, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমার আত্মার শান্তি কামনা ও এস এ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদসহ পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।