যারা ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শুধুমাত্র তাদেরই কমিটিতে রাখতে হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দখলদারদের নিয়ে আওয়ামী লীগের কোনো কমিটি না করতে নেতাদের প্রতি কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শুধুমাত্র তাদেরই কমিটিতে রাখতে হবে। কমিটিতে কোনোভাবেই যেন চাঁদাবাজরা স্থান না পায়।
দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ভবানীগঞ্জ নিউ মার্কেট চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা তুলে সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা। স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার। পরে বাগমারা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল নির্বাচিত হন।