জার্মান সরকারের আর্থিক সহায়তায় আশাশুনিতে বন্যাদূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জার্মান সরকারের আর্থিক সহায়তায় সাতক্ষীরার আশাশুনিতে করোনা মোকাবেলায় বন্যাদূর্গত হতদরিদ্র আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় দুপুরে উপজেলার বন্যাদূর্গত শ্রীউলা ইউনিয়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টজ। জার্মান রাষ্ট্রদূত এ সময় বলেন, বন্যাদূর্গত ও করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের পাশাপশি জার্মান সরকারও হতদরিদ্র মানুষের সাহায্যে কাজ করছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার শাহীন সুলতানা, সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, শ্রীউলা ইউপি চেয়াম্যান আবু হেনা শাকিল ও মিনার প্রজেক্ট ম্যানেজার মুনির হোসেন।