যুক্তরাষ্ট্রকে প্রথমবারে মতো দুটি আয়রন ডোম মিজাইল ডিফেন্স রাডার দিল ইসরাইল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রকে প্রথমবারে মতো দুটি আয়রন ডোম মিজাইল ডিফেন্স রাডার দিল ইসরাইল।
পেন্টাগনের সঙ্গে ২০১৯ সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এ দুটি মাল্টি-মিশন রাডার, যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে । ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে ইসরাইল সরবরাহ করবে যুক্তরাষ্ট্রকে ।