চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সূচি
- আপডেট সময় : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সূচি। শনিবার এক বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর শুরু হবে আসর। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। মাঝে একদিন করে থাকবে বিরতি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে জেমকন খুলনা। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায়। পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবার দুটি ম্যাচই শুরু হবে ৩০ মিনিট পর। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল যাবে পরের রাউন্ডে। ১৪ ডিসেম্বর এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল। একইদিন সন্ধ্যায় সরাসরি ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। জয়ী দল উত্তীর্ণ হবে ফাইনালে। দুই দিনের বিরতি থাকবে ফাইনালের আগে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।