দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার
- আপডেট সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দুর্যোগসৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার বিষয়টিকে মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তী সরকার ক্ষমতা দখল করেছিলো বলেই জনগনের কল্যাণে কাজ করেনি। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে।
বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে আরো ৯ টি জাহাজ ও ১ টি ঘাঁটি। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর জাতীয় ৪ নেতার নামে ৪ টি এবং সোনারবাংলা, স্বাধীনবাংলা, অপরাজেয় বাংলা ও শ্যামলবাংলা নামে আরো ৫ টি জাহাজ পাহারা দেবে দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হল।
অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন এ ৯ টি জাহাজ ও ১ টি ঘাঁটির। প্রতিবেশী দেশের সঙ্গে সমূদ্র ও স্থল সীমানা বিতর্ক সমাধানে পঁচাত্তর পরবর্তী সরকারের কোন ভূমিকা ছিলো না বলে তার বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উপকুল নিরাপদ রাখতে পেশাগত দায়িত্ব পালনে সততা বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, উপকূলীয় অঞ্চলে দূর্যোগের কারণে ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। করোনায় উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও লক্ষ্য স্থির করে কাজ করছে সরকার উল্লেখ করে, স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নির্বাচিত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সরকার সেবামূলক ও শৃংখলারক্ষা করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।