আজ হেফাজতে ইসলামের কাউন্সিল, সম্মেলন ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে সংগঠনের দুইপক্ষ
- আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নতুন নেতৃত্ব নির্বাচনে আজ হেফাজতে ইসলামের কাউন্সিল, সম্মেলন ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে সংগঠনের দুইপক্ষ। প্রতিষ্ঠার ১০ বছর পর আলোচিত ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ।
আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর কাউন্সিল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে মজলিসে সুরার বৈঠকের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। তৃণমূলের কর্মী সমর্থকদের মতামত প্রতিষ্ঠায় এই কাউন্সিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। অন্যদিকে, নিজেদের ইচ্ছেমতো পকেট কমিটি করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে দাবি করে সম্মেলনের সিদ্ধান্ত হেফাজতের ত্যাগী নেতাকর্মীরা মানবেন না বলেও জানান তিনি। এ কাউন্সিলে আল্লামা শফিপুত্র হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীসহ আরও কয়েকজনকে আমন্ত্রন জানানো হয়নি।