কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন
- আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। দুপুরে কলকাতার বেলভিউ হাসপাতালে ৪১দিনের যুদ্ধ শেষ করে পরপারে পাড়ি জমান স্বনামধন্য এই অভিনেতা।
৬১ বছর ধরে বাংলার জনগণকে তাঁর অভিনয় গুণে মুগ্ধ করেছেন প্রতিভাধর এই মানুষটি। তিনি ছিলেন অভিনেতা, কবি ও আবৃত্তিকার। ৮৫ বছরের জীবনে অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন দাদা সাহেব ফালকে, পদ্মভূষণসহ নানা সম্মনানা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্র। দুবার প্লাজমা থেরাপি দেয়ার পর করোনামুক্ত হয়েছিলেন ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ফুসফুসের প্রদাহের অপারেশনের পর অবস্থার অবনতি হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত।