জুনাইদ বাবুনগরী হেফাজতে ইসলামের নতুন আমির নির্বাচিত, কাশেমী মহাসচিব
- আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনাইদ বাবুনগরী আর মহাসচিব হয়েছেন ঢাকার নুর হোসাইন কাশেমী। নতুন কমিটিতে ঠাঁই পাননি দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত আমির আল্লামা শফির ছেলে আনাস মাদানীসহ আগের কমিটির অন্তত ৩০ জন নেতা। দুপুরে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় প্রতিষ্ঠার ১০ বছর পর প্রথম কাউন্সিলে নতুন এই কমিটি ঘোষণা করেন বেফাকের মহাসচিব মওলানা মাহফুজুল হক । সরকারের কাছে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন নতুন আমির ও মহাসচিব।
১০ বছর পর অনুষ্ঠিত হলো চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। সারাদেশের ৬৪ জেলার ৫ শতাধিক কাউন্সিলর ভিড় জমান হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায়। সরাসরি ভোট নয়, ১২ জন মুরুব্বির পছন্দে নির্বাচিত করা হয় নতুন কমিটিকে। আমির ও মহাসচিবসহ ১৫১ জনকে তারা নির্বাচিত করেন তারা।
নতুন এই কমিটিতে ঠাঁই পাননি আল্লামা শফির ছেলে আনাস মাদানী, মুফতি ফয়জুল্লাহ, মাঈনুদ্দিন রুহিসহ আগের কমিটির অন্তত ৩০ জন নেতা।কাউন্সিল অধিবেশনের সভাপতি মওলানা মুহিবুল্লা বাবু নগরীর পক্ষে প্রস্তাবিত নতুন কমিটির নাম ঘোষণা করে বেফাকের মহাসচিব।
দায়িত্ব নিয়ে নতুন আমির বলেন, দল পরিচালিত করতে প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির পদাঙ্ক অনুসরণ করা হবে।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ সরকারের কাছে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন সংগঠনটির নব নির্বাচিত মহাসচিব।
আগের কমিটির অনেকে নতুন কমিটিতে স্থান না পাওয়ায় আলোচিত এই সংগঠনটি ভাঙ্গনের মুখে পড়তে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।