শীত জেঁকে বসার আগেই গাইবান্ধায় লেপ-তোষক তৈরির ধুম লেগেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সকালে ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তকণা জানান দিচ্ছে শীতের। শীত জেঁকে বসার আগেই গাইবান্ধায় লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। ক্রেতারা ভিড় জমাতে শুরু করেছেন দোকানে দোকানে। বেশ ব্যস্ত সময় পাড় করছেন গাইবান্ধার কারিগররা।
গাইবান্ধা শহরের টেনিস কমপ্লেক্সের সামনে লেপ-তোষকের দোকানগুলোতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে ধুনকররা। এখন প্রতিদিন এক হাজার টাকা মজুরি পাচ্ছে তারা। বাড়ছে ক্রেতার আনাগোনা। শীতের তীব্রতা বাড়লে, কাজের চাপও কয়েকগুণ বেড়ে যাবে বলে জানায়, সংশ্লিষ্টরা।
গতবারের চেয়ে এবছর দাম বেশি। বাধ্য হয়ে কিনতে হচ্ছে বলে জানায়, ক্রেতারা। এদিকে, নিম্ন আয়ের মানুষ ভীর করছে পুরাতন কাপড়ের দোকানে। এবার শীত বাড়ার আশংকা থেকে, অনেকে শুরুতেই কিনে ফেলছে শীতের কাপড়।