করোনা প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে শিগগিরই মোবাইল কোর্ট
- আপডেট সময় : ০৭:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মহামারী করোনা প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর অবস্থানে যাওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।
পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে জাতীয় পারমানবিক তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরী অবস্থার প্রস্তুতি পরিকল্পনার খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া করোনা কালীন দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন আর্থিক সহযোগিতা সাধারণ জনগোষ্ঠীর মাঝে পৌঁছুতে ব্যাংকিং প্রক্রিয়ার সাহায্য নেয়ার তাগিদ দেয়া হয়েছে।
অনির্ধারিত আলোচনায় মাস্ক পরায় আরও কঠোর হবার বিষয়ে সরকারের অবস্থান জানান তিনি। নির্দেশ অনুযায়ী, দু একদিনের মধ্যে ঢাকাসহ সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।