বিজয়ী বাইডেনের আনন্দের ঢেউ এখন বাংলাদেশেও
- আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিজয়ী বাইডেনের আনন্দের ঢেউ এখন বাংলাদেশেও। এ বিজয়কে কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখছেন অনেকেই। বিশেষ করে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে বাইডেন সরকার। পাশাপাশি রপ্তানিতে জিএসটি সুবিধা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষতিপূরণে ওয়াশিংটনকে পাশে পাবে ঢাকা- এমন প্রত্যাশাও বেড়েছে।
আমেরিকার নতুন প্রেসিডেন্টের আসনে বসতে যাওয়া জো বাইডেনের সাথে বাংলাদেশের ক্ষমতাসীন দলের সম্পর্ক অনেকটা পুরোনই। তাই বাইডেনের বিজয়ে নতুন করে প্রত্যাশা বেড়েছে। কূটনীতিতে সফল হলে রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওয়াশিংটন বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোহিঙ্গাদের ফেরাতে বাইডেন প্রশাসন নতুন করে মিয়ানমারকে চাপে ফেলতে পারবে, এমন আশাও জেগেছে ঢাকার। বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের বাধা থাকবে না এমন আশা করছে বর্তমান সরকারের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, বাইডেন সরকারের সাথে পুরনো সম্পর্ক আরো গাঢ় হতে পারে বাংলাদেশের। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নসহ বিশেষ করে জিএসটি সুবিধা আদায়ের বাইডেন সরকারের বেলায় একটি বড় সুযোগ আসতে পারে এবার। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষতিপূরণে আমেরিকার সরকারের বড় সহায়তা পাওয়ার আশায় আছেন সবাই।