ঢাকা দায়রা জজ আদালতে আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি
- আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের চেয়ারম্যানকে। এছাড়া সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, ইলেক্ট্রনিক বিভাগের একজন কর্মকর্তা ও একজন ম্যাজিস্ট্রেটকে। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, বিষয়টি নাশকতা কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার বিকাল ৫টার দিকে এ আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠায় ফায়ার ব্রিগেড। এজলাসের ভেতরে থাকা এসির তার থেকে আগুনের সূত্রপাত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগুন লাগার পর আদালতের বিচারক কে. এম. ইমরুল কায়েশসহ আইনজীবী ও বিচারপ্রার্থীরা দ্রুত এজলাস ত্যাগ করেন। এ সময় কালো ধোঁয়ায় এজলাস অন্ধকার হয়ে যায়।