ইসলামী ব্যাংকের ১৩টি নতুন উপশাখা ভার্চুয়্যাল প্লাটফর্মে উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংকের ১৩টি নতুন উপশাখা ভার্চুয়্যাল প্লাটফর্মে উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হচ্ছে- ঢাকার ধামরাই বাজার, চিড়িয়াখানা রোড, ফায়দাবাদ, উর্দু রোড, রায়েরবাগ ও মেরাদিয়া; চট্টগ্রামের বালুচড়া; গাজীপুরের মীরের বাজার ও সফিপুর বাজার, বরিশালের নথুল্লাবাদ ও বাংলাবাজার; খুলনার ময়লাপোতা মোড় এবং শরীয়তপুরের জাজিরা।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুব-উল আলম সোমবার প্রধান অতিথি হিসেবে এসব শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম। প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট উপশাখা প্রাঙ্গনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়্যাল প্লাটফর্মে প্রধান কার্যালয়ের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হন। এসময় প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৬৬টি শাখা, ১৪৪টি উপশাখা, ১ হাজার ৭৭৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ১ হাজার ১৭৫টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।