চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে ৮ জন নিহত
- আপডেট সময় : ০২:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে ৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জ ও নেত্রকানায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো তিনজন।
বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ধান বোঝাই ভটভটি উল্টে বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বারিকবাজারের আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাসাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ধান বোঝাই একটি ট্রলি শহর থেকে নাচোল উপজেলার দিকে যাচ্ছিলো। উপজেলার কানসাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলি ও ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৬ মারা যান।
আহত আরও ৭ জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান আরও একজন। আহত ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে আরো ১ জনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, তিন যুবক মোটর সাইকেলে যাবার সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দু’জন প্রাণ হারান। পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে। বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়েছে।
অন্যদিকে, নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি গাড়ি উল্টে চালক নিহত।