রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ মামলার রায় আজ
- আপডেট সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে রায় আজ। এরই মধ্যে আদালতে নেয়া হয়েছে আসামীকে।সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ।
মাত্র ১৩ কার্যদিবস শুনানি শেষে ঘোষিত হতে যাচ্ছে এই মামলার রায়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার রায়ের এ দিন নির্ধারণ করেন।এর আগে যুক্তিতর্ক এর শুনানিতে অভিযোগ প্রমানিত হয়েছে দাবী করে রাষ্ট্রপক্ষ আসামির যাবজ্জীবন সাজা প্রার্থনা করে। তবে ভিন্ন যুক্তি তুলে ধরে মজনুকে খালাস দেয়ার আবেদন করে আসামীপক্ষ। আলোচিত এ মামলার ২৪ সাক্ষীর মধ্যে ২০ জন আদালতে সাক্ষ্য দিয়েছে। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামলে সড়কের পেছনে নির্জন স্থানে ধর্ষণের শিকার হন ওই ঢাবি শিক্ষার্থী। পরের দিন সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে রেব। ১৬ জানুয়ারি ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন মজনু। ডিএনএ টেস্টেও অভিযোগের সত্যতা পাওয়া যায়।