যৌথ অভিযানে পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় বাড়িতে অভিযানের সময় আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর কাছে চারজন আত্মসমর্পণ করেছে। জঙ্গী আস্তানা সন্দেহে ভোর থেকে ঐ এলাকা ঘিরে রেখে এই অভিযান চালানো হয়।
ভোর থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে রেব পুলিশের যৌথ অভিযান চলে। আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে একজন পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান বলে রেবের সূত্রে জানা গেছে। এ অভিযান সফল করতে ঢাকা থেকে রেবের বিশেষ টিম যোগ দিয়েছে। অভিযান এখনও চলছে। শুক্রবার ভোরে থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার ওই বাড়ি ঘিরে রেখেছিল রেব পুলিশের যৌথবাহিনী।