নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতি করছে বিএনপি
- আপডেট সময় : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতি করছে বিএনপি। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান সব সময়ই কঠোর। এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র চালাচ্ছে দেশবিরোধী প্রতিপক্ষ। দুপুরে ঢাকায় আলাদা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারা এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতি করছে বিএনপি। ঘরে বসে থেকেই আন্দোলনের ডাক দেয় তারা।
অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সদ্যপ্রয়াত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অব: শওকত আলীর স্মরণ সভায় অনলাইনে যুক্ত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশবিরোধী প্রতিপক্ষ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এসময় বিএনপি মহাসচিবকে স্ববিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহবান জানান তথ্যমন্ত্রী।