করোনার টিকার চূড়ান্ত ট্রায়াল সফল হলে আগামী ফেব্রুয়ারি থেকে ভারতে এটি সরবরাহ শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
অক্সফোর্ডের করোনাভাইরাস টিকার চূড়ান্ত ট্রায়াল সফল হলে আগামী ফেব্রুয়ারি থেকে ভারতে এটি সরবরাহ শুরু হবে।
ভারতের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান- সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী- আদার পুনাওয়ালা এ তথ্য জানান। প্রথমে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও প্রবীণরা। এপ্রিলে সর্বসাধারণকে এ টিকা দেয়া হবে। দুই ডোজ টিকার বাজারমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ এক হাজার রুপি। তবে সিরাম ইন্সটিটিউটের সিইও জানান, সবকিছু নির্ভর করছে চূড়ান্ত পরীক্ষার ফল এবং অনুমোদনের ওপর। ২০২৪ সালের মধ্যে সব ভারতীয় এই টিকা পাবেন বলে জানান তিনি। পুনাওয়ালা আরও জানান, অক্সফোর্ডের টিকা সাশ্রয়ী, নিরাপদ এবং দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব। ভারতে টিকার যেসব ট্রায়াল হয়েছে, তার ফল এক মাসের মধ্যে প্রকাশিত হবে বলেও জানান তিনি।