ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ১৪ জন নিহত

- আপডেট সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে পেছন থেকে মহেন্দ্র এসে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মহেন্দ্রে থাকা সব যাত্রী নিহত হয়। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়। প্রায়াগ্রাজ-লখনৌ মহাসড়কে দুপুরে এই দুর্ঘটনা ঘটে। চাকা পাংচার হয়ে গেলে ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। বিধ্বস্ত গাড়িটি ট্রাকের নিচ থেকে বের করে নিয়ে আসা হয়েছে। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে।